Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Safehomes and government shelters

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোম)

শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮) বা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ বা অন্য কোন আইনের সংস্পর্শে আসা আদালতের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষমান অভিভাবকহীন/নিরাপত্তাহীন নারী, শিশু ও কিশোরীদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে নিরাপদ আবাসিক সুবিধাসহ ভরনপোষন, শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বিনোদন ও পুনর্বাসন সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬ বিভাগে ৬টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিচারাধীন অবস্থায় মহিলা ও কিশোরীদেরকে জেলখানার পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর পরিবেশে থাকা খাওয়ার বন্দোবস্তসহ নিরাপদ অবস্থানের নিশ্চয়তা বিধান করাই হচ্ছে এ কার্যক্রমের মূল লক্ষ্য।

 

 

সেবাদান কেন্দ্র

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন  (সেফহোম)

ক্রম

ঠিকানা

টেলিফোন

০১

টেপাখোলা, ফরিদপুর

+৮৮ ০৬৩১ ৬৪৪২০

০২

বাগেরহাট সদর, বাগেরহাট

+৮৮ ০৪৬৮ ৬২৮৫৫

০৩

সাগরদী, বরিশাল

+৮৮ ০৪৩১ ৭১১২৯

০৪

বাগবাড়ী, সিলেট

+৮৮ ০৮২১ ৭১৩৫১২

০৫

বায়া, রাজশাহী

+৮৮ ০৭২১ ৮০০১৮৯

০৬

ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম

+৮৮ ০৩১ ২৫৫০১১৭

 

 

মহিলা ও শিশুকিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের বিবরণ

ক্রম

ঠিকানা

প্রতিষ্ঠাকাল

নিবাসীর ধরন

অনুমোদিত আসন

বর্তমান নিবাসি

০১

ফরিদপুর সদর, ফরিদপুর

১৯৯৯

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৬৫

০২

বাগেরহাট সদর, বাগেরহাট

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৬৭

০৩

সাগরদী, বরিশাল

২০০২

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৬৪

০৪

বাগবাড়ী, সিলেট

২০০২

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৪০

০৫

বায়া, রাজশাহী

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৯৯

০৬

ফরহাদাবাদ, চট্টগ্রাম

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

৯৮

মোট

৩০০

৪৩৩

 

 

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

ক্রম

প্রতিষ্ঠানের নাম ঠিকানা

কর্মকর্তার নাম ও  পদবী

মোবাইল নম্বর ও ই-মেইল

০১

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম), টেপাখোলা, ফরিদপুর

তাহসিনা জামান 

উপতত্ত্বাবধায়ক

 

মোবাইল - ০১৭৫৮৩০৫৬৩৭

dys.sh.faridpur@dss.gov.bd

০২

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম),

পচা দিঘীরপাড়, বাগেরহাট

প্রবীর রায়

উপতত্ত্বাবধায়ক

মোবাইল - ০১৯২৭ ৪৪২৯৬৪

dys.sh.bagerhat@dss.gov.bd

০৩

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম),

সাগরদী, বরিশাল

ফরিদা ইয়াসমিন

উপতত্ত্বাবধায়ক

মোবাইল - ০১৭১৫-২৫১২৭৪

dys.sh.barisal@dss.gov.bd

০৪

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম),  

বাগবাড়ী, সিলেট

রুপন দেব 

উপতত্ত্বাবধায়ক (অ:দা:)

মোবাইল -০১৭৪৫ ৪৪৬৪৪৪ 

dys.sh.sylhet@dss.gov.bd

০৫

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম),

বায়া,  রাজশাহী

 কাজী ফাহিমা  মুন্নী

উপতত্ত্বাবধায়ক

মোবাইল - ০১৭২৩১৩০৭৫২ dys.sh.rajshahi@dss.gov.bd

০৬

মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম), ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম

আলমগীর হোসেন

উপতত্ত্বাবধায়ক

মোবাইল - ০১৮১৯-৩৬৪২৩৯

dys.sh.chittagong@dss.gov.bd

 

সেবা প্রদান পদ্ধতি

বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালত হতে সেফ হোমে নিরাপদ হেফাজতে  রাখার নির্দেশ প্রদান করেন তাদের ভরণ পোষণসহ সংশ্লিষ্ট কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। সেফহোমে অবস্থানকালীন তাদেরকে সুরক্ষা, যত্ন-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা , চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতধারায় পুন:একত্রিকরণ বা পুনর্বাসন করা হয়।

 

 

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

আদালতের নির্দেশ অনুসারে

 

 

সংশ্লিষ্ট আই/বিধি/ নীতিমালা

শিশু আইন, ২০১৩ (সংশোধিত ২০১৮)

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০

৩. অন্যান্য সংশ্লিষ্ট আইন

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • সেফহোম পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • নিরাপদ হেফাজতীদের শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে সহায়তা;
  • নিরাপদ হেফাজতীদের আত্মীয়-স্বজনকে খুজে বের করায় সহায়তা;
  • নিরাপদ হেফাজত মুক্তদের সমাজে পুনর্বাসনে সহায়তা;
  • নিরাপদ হেফাজত মুক্তদের কর্মসংস্থানে সহায়তা।

 

যার সাথে যোগাযোগ করতে হবে

  • উপতত্ত্বাবধায়ক, সেফহোম

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১. উপ-পরিচালক, সমাজসেবা অধিদফতর, সংশ্লিষ্ট জেলা

২. পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদফতর

সরকারি আশ্রয় কেন্দ্র

ভিক্ষাবৃত্তি ও অন্যান্য প্রতিবন্ধকতাপূর্ণ অবস্থায় নিপতিত ব্যক্তিগণকে সরকারী তত্ত্বাবধানে রেখে প্রশিক্ষণ ও অন্যান্য উপায়ে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে ভবঘুরে আইন, ১৯৪৩ প্রবর্তন করা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় রোটারিয়ালই, ডবিলউ অভিমত প্রকাশ করেন যে, ভবঘুরে/ভিক্ষুক সমস্যার সুষ্ঠু সমাধান ও কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা সরকারি উদ্যোগেই হওয়া বাঞ্ছনীয়। মি:হল্যান্ডের চেষ্টাতেই ১৯৪২ সালে কলকাতায় স্থাপিত হয় ভবঘুরে নিবাস। ১৯৪৩ সালে তদানিন্তন অবিভক্ত বাংলাদেশে মহা দুর্ভিক্ষের পটভূমিকায় প্রণীত এই আইন কলকাতা মহানগরীতে প্রথম প্রয়োগ করা হয়। এই আইনের আওতায় এই কর্মসূচির অপর উদ্দেশ্য ছিল ভিক্ষাবৃত্তি নিরোধকল্পে ভবঘুরেদের নিয়ন্ত্রণ করা। পরবর্তীকালে ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার চাঁদপুরে শিশু, পুরুষ ও মহিলাদের জন্য ভবঘুরে নিবাস স্থাপিত হয়। ১৯৬১ সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলার ধলা এবং তৎকালীন ঢাকা বর্তমান গাজীপুর জেলার পূবাইলে ভবঘুরে নিবাস পুনরায় স্থানান্তরিত হয়।

স্বাধীনতা লাভের পর যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশে ভিক্ষাবৃত্তি ও ভবঘুরেদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ১৯৭৭ সনে ঢাকার মিরপুর, মানিকগঞ্জের বেতিলা, নারায়নগঞ্জের গোদনাইল এবং গাজীপুর জেলার কাশিমপুরে নতুন চারটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়। উল্লেখিত কেন্দ্রসমূহ এতদিন যাবৎ ভবঘুরে আইন, ১৯৪৩ এর আওতায় পরিচালিত হতো। কিন্তু যুগের চাহিদা মোতাবেক উক্ত আইন বর্তমান প্রেক্ষাপটে যুগোপযোগী না হওয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার “ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ প্রবর্তন করে এবং উক্ত আইনের আওতায় ২০১৫ সালে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি(পুনর্বাসন) বিধিমালা ২০১৫” প্রণয়ন করা হয়। ভবঘুরে বা ভিক্ষাবৃত্তি সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। তন্মধ্যে চরম দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ, গৃহ ও ভূমিহীনতা, জনসংখ্যা বিস্ফোরণ, মুদ্রাস্ফীতি, ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের অবক্ষয় বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন)আইন ২০১১ অনুসারে ভবঘুরে ব্যক্তির সংজ্ঞা হচ্ছে; “ভবঘুরে অর্থ এমন কোন ব্যক্তি যাহার বসবাসের বা রাত্রি যাপন করিবার মত সুনির্দিষ্ট কোন স্থান বা জায়গা নাই অথবা যিনি কোন উদ্দেশ্য ব্যতিত অযথা রাস্তায় ঘোরাফিরা করিয়া জনসাধারণকে বিরক্ত করেন অথবা যিনি নিজে বা কাহারো প্ররোচনায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন; তবে কোন ব্যক্তি দাতব্য, ধর্মীয় বা জনহিতকর, কোন কাজের উদ্দেশ্যে অর্থ, খাদ্য বা অন্য কোন প্রকার দান সংগ্রহ করিলে এবং উক্ত উদ্দেশ্যে বা কাজে তাহা ব্যবহার করিলে তিনি ইহার অন্তর্ভূক্ত হইবেন না” উক্ত আইনের আওতায় নিরাশ্রয় ব্যক্তির সংজ্ঞা হলো “নিরাশ্রয় ব্যক্তি অর্থ এমন কোন ব্যক্তি যাহার বসবাসের বা রাত্রি যাপন করিবার মত সুনির্দিষ্ট কোন স্থান বা জায়গা এবং ভরণ-পোষনের জন্য নিজস্ব কোন সংস্থান নাই এবং যিনি অসহায়ভাবে শহর বা গ্রামে ভাসমান অবস্থায় জীবন-যাপন করেন এবং সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত বিভিন্ন ভাতা, সাহায্য, ইত্যাদি লাভ করেন না;”

লক্ষ্য উদ্দেশ্য:

একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর সুষম আর্থ-সামাজিক উন্নয়ন ব্যতীত এ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি আনয়ন করা সম্ভব নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশে ০৬টি সরকারী আশ্রয় কেন্দ্র স্থাপন ও পরিচালনা করে আসছে। অসহায় ভবঘুরেদের ভরণপোষণ, রক্ষণাবেক্ষণ, সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে সমাজে কর্মক্ষম উৎপাদনশীল নাগরিক হিসাবে পুনর্বাসিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

প্রদত্ত সেবাসমূহ:

কেন্দ্রের নিবাসীদের আশ্রয়, ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, শরীর চর্চা, সাধারণ ব্যবহারিক ও নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ,সাংস্কৃতিক, চিত্ত বিনোদন, মানসিক উন্নয়ন ব্যক্তি কেন্দ্রিক সমাজকর্ম, উদবুদ্ধকরণ, পুনর্বাসন ও অনুসরণ ইত্যাদি কর্মসূচির আওতাভুক্ত রয়েছে।

প্রশিক্ষণ:

ইন্ডাষ্ট্রিয়াল গার্মেন্টস, দর্জি বিদ্যা,এমব্রয়ডারী, বাঁশ ও বেতের কাজ, চট ও পাটের কাজ, উলের কাজ, রান্না শিক্ষা, কার্পেন্টারী, চুলকাটা, কৃষি ও মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।

 

কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টগণ:

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান অধিশাখার অধীনে সরকারী আশ্রয় কেন্দ্রসমূহ পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে ০১ জন অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান), ০১ জন উপপরিচালক (ভবঘুরে কার্যক্রম), ০১ জন প্রধান ব্যবস্থাপক (সহকারী পরিচালক) (ভবঘুরে কার্যক্রম) সদর দপ্তর পর্যায়ে এবং মাঠ পর্যায়ে সহকারী পরিচালক/ব্যবস্থাপকগণ সরকারী আশ্রয় কেন্দ্র পরিচালনার সাথে সংশ্লিষ্ট।

০৬টি আশ্রয় কেন্দ্র সমূহের তথ্য:

ক্রঃনং

কেন্দ্রের নাম ও অবস্থান

প্রতিষ্ঠাকাল

জমির পরিমাণ

অনুমোদিত আসন সংখ্যা

বর্তমান নিবাসীর সংখ্যা (জুন/২০২৩)

নিবাসীর ধরণ

১।

সরকারী আশ্রয় কেন্দ্র, ধলা,ত্রিশাল,ময়মনসিংহ।

১৯৬১

১৬.৩৭ একর

৩০০

১৫৭

পুরুষ/বালক

২।

সরকারী আশ্রয় কেন্দ্র,পুবাইল, গাজীপুর।

১৯৬১

৭.০৩ একর

৫০০

৩০৩

মহিলা

৩।

সরকারী আশ্রয় কেন্দ্র,গোদনাইল, নারায়নগঞ্জ।

১৯৭৭

২.৮৯ একর

৪০০

৭৪

বালক

৪।

সরকারী আশ্রয় কেন্দ্র,কাশিমপুর, গাজীপুর।

১৯৭৭

৫.৪৪৫ একর

৩০০

১৯৫

মহিলা/মা সহ শিশু

৫।

সরকারী আশ্রয় কেন্দ্র, বেতিলা, মানিকগঞ্জ।

১৯৭৭

৫.০৭ একর

২০০

ভবন দুইটি পরিত্যক্ত ঘোষণা করায় ২০১৭সাল হতে এর কার্যক্রম বন্ধ আছে।

শিশু

৬।

সরকারী আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র, মিরপুর, ঢাকা।

১৯৭৭

০.৫২ একর

২০০

৩৭

মহিলা/পুরুষ/বালক

 

                                                                      মোট

১৯০০

৭৬৬ জন

 

 

পুনর্বাসনের তথ্য: (জুন২০২৩ পর্যন্ত ক্রমপুঞ্জিত)

ক্রঃনং

কেন্দ্রের নাম

চাকুরী

বিবাহ

অভিভাবকের নিকট হস্তান্তর/বিচারক কর্তৃক মুক্তি

ঋণ অনুদান অন্যান্য

মোট পুনর্বাসন

১।

সরকারী আশ্রয় কেন্দ্র, ধলা,ত্রিশাল,ময়মনসিংহ।

২১৭৬

০৫

৪০৩৬

৬৪৮                        

৬৮৬৫

২।

সরকারী আশ্রয় কেন্দ্র,পুবাইল, গাজীপুর।

৪৩৭

৮০

৭২৮৮

৯১৬            

৮৭২১

৩।

সরকারী আশ্রয় কেন্দ্র,গোদনাইল, নারায়নগঞ্জ।

৫৩৭

৪৯

৫০৩৪

২৯৬                                           

৫৯১৬

৪।

সরকারী আশ্রয় কেন্দ্র,কাশিমপুর, গাজীপুর।

১৩৯০

১২৬

১৯৮৫

১৬৮

৩৬৮৯

৫।

সরকারী আশ্রয় কেন্দ্র, বেতিলা, মানিকগঞ্জ।

৪৫৩

৯০৫

১৪৫

১৫০৩

৬।

সরকারী আশ্রয় কেন্দ্র/ (অভ্যর্থনা কেন্দ্র), মিরপুর, ঢাকা।

২১৮

১৫০

২৯৭৭৫

৭৫৬

৩০৮৯৯

 

 

৫২১১

৪১০

৪৯০২৩

২৯২৯

৫৭৫৭৩

 

সেবা গ্রহণের জন্য যোগাযোগ:

ক্রঃনং

   কেন্দ্রের নাম ও অবস্থান

নিবাসীর ধরন

কেন্দ্রের প্রধানের নাম

টেলিফোন / মোবাইল নম্বর

সরকারি আশ্রয় কেন্দ্র, ধলা, ত্রিশাল,ময়মনসিংহ

পুরুষ/ বালক

মোহাম্মদ রেদওয়ান হোসেন

 সহকারী পরিচালক

০১৭২৬৪৫৩৯১৭

সরকারি আশ্রয় কেন্দ্র, পুবাইল, গাজীপুর  

মহিলা

সাইফুল ইসলাম

সহকারী পরিচালক

০১৯১১৭০৮৬৯৪

সরকারি আশ্রয় কেন্দ্র, গোদনাইল, নারায়ণগঞ্জ

বালক

মোঃ মেহফুজুর রহমান

উপ-সহকারী পরিচালক

০১৭৩০৯৯৩৩০৫

 

সরকারি আশ্রয় কেন্দ্র, কাশিমপুর, গাজীপুর

মহিলা

কাজী হাফিজুল ইসলাম

উপ-সহকারী পরিচালক (অঃদাঃ)

০১৮১২৩৮৮৫৯০

সরকারী আশ্রয়  কেন্দ্র /

(অভ্যর্থনা কেন্দ্র) মিরপুর, ঢাকা।

মহিলা/ পুরুষ/ বালক

নাছরিন খান

উপ-সহকারী পরিচালক

০২-৫৫০৭০৫০৫

 ০১৯৫৫৯৫৬৩৫৭

সরকারি আশ্রয় কেন্দ্র, বেতিলা, মানিকগঞ্জ

বালক   

নিয়াজ মোর্শেদ

উপসহকারী পরিচালক (অঃদাঃ)

০১৯১৮০১৭৪৯৯

দেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সরকার কর্তৃক পরিচালিত ০৬টি সরকারী আশ্রয় কেন্দ্রের অনুমোদিত আসন সংখ্যা ১৯০০। কেবল রাজধানী ঢাকা শহরেই নয় অন্যান্য শহরগুলোতেও ছিন্নমূল ভাসমান অসহায় জনগোষ্ঠী অর্থাৎ ভবঘুরেদের বিচরণ পরিলক্ষিত হচ্ছে। সময়ের প্রয়োজনে চাহিদার নিরীক্ষে উক্ত কর্মসূচিকে আরো বেগবান ও সময়োপযোগী করে তুলতে প্রয়াস অব্যাহত রয়েছে।                           

 

সেবা গ্রহীতা

নিরাশ্রয় ব্যক্তি-অর্থ এমন কোন ব্যক্তি যার বসবাসের বা রাত্রিযাপন করার মত সুনির্দিষ্ট স্থান বা জায়গা এবং ভরণ-পোষণের জন্য কোন সংস্থান নাই এবং যিনি অসহায়ভাবে শহর বা গ্রামে ভাসমান অবস্থায় জীবন-যাপন করেন এবং সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত বিভিন্ন ভাতা, সাহায্য ইত্যাদি লাভ করেন না।

ভবঘুরে-অর্থ এমন কোন ব্যক্তি যার বসবাসের বা রাত্রিযাপন করার মত সুনির্দিষ্ট কোন স্থান বা জায়গা নাই অথবা যিনি নিজে বা কারো প্রয়োচনায় ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন; তবে কোন দাতব্য, ধর্মীয় বা জনহিতকর কোন কাজের উদ্দেশ্যে অর্থ, খাদ্য বা অন্য কোন প্রকার দান গ্রহণ করলে এবং উক্ত উদ্দেশ্যে বা কাজে তা ব্যবহার করলে তিনি এর অন্তভুক্ত হবেন না।

সেবা প্রদান পদ্ধতি

পুলিশ কর্তৃক ভবঘুরে গ্রেফতার/ নিরাশ্রয় ব্যক্তির আবেদন

বিশেষ আদালতের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ভবঘুরে/ নিরাশ্রয় হিসেবে ঘোষনা বা মুক্তি

অভ্যর্থনা কেন্দ্রে ভবঘুরে /নিরাশ্রয় ব্যক্তি হিসেবে নাম রেজিস্ট্রিকরণ ও রক্ষণাবেক্ষণ;

সরকারি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর;

ভবঘুরে ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রদান;

ভরণপোষণ, শিক্ষা, বৃত্তিমুলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;

শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;

কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন;

স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

ভবঘুরে ব্যক্তির আত্মীয়-স্বজনকে খুজে বের করা;

সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;

ফলো আপ।

 

সেবা প্রদানের সময়সীমা

ভবঘুরে হিসেবে মিরপুর অভ্যর্থনা কেন্দ্রে আনয়নের সাথে সাথে শুরু;

আদালতের নির্দেশনা অনুযায়ী, সাধারণতঃ মুক্তি প্রাপ্তির পূর্ব পর্যন্ত।

              

 

সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা:

 

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিধিমালা, ২০১৫