ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২০২১ - ২০২২ অর্থ বছরে মোট ২০ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক, চেয়ারম্যান-উপজেলা পরিষদ তারাকান্দা। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার তারাকান্দা। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ৫০০০০/- করে মোট ১০০০০০০/- (দশ লক্ষ) আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীজন মহতী কর্মসূচী প্রনয়ন,বাস্তবায়ন করার জন্য সরকার তথা সমাজসেবা অধিদফতরের ভূয়সী প্রশংসা করেন।
একই অনুষ্ঠানে সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমূহের মাঝেও ৪০০০০/- করে মোট ০৫ টি চেক বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস